ABP Ananda LIVE: সোনারপুরে ২০ বিঘার ওপর জলাভূমি ভরাটের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে নোটিস দিয়ে, ১৫ দিনের মধ্য়ে জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলা হয়। কিনতু, তারপরও ভেড়ির প্রায় মাঝখানে পড়ে থাকতে দেখা যায় মাটি তোলার যন্ত্র। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, জলাভূমি আদৌ আগের চেহারায় ফিরবে তো?